E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে নৌমন্ত্রী শাজাহান খান

২০১৬ এপ্রিল ০৪ ১৫:৫১:২৯
মাদারীপুরে নৌমন্ত্রী শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি :বিদ্যুতের জন্য এক সময় মিছিল, ভাংচুর হয়েছে। আজ আর সেই সমস্যা আমাদের দেশে নেই। বিদ্যুতের জন্য আমাদের ছেলে মেয়েদের পড়াশুনা করতে কোন সমস্যা হয় না। এর আগে বিদ্যুতের জন্য ছেলে-মেয়েদের লেখাপড়া করতে কত সমস্যা হয়েছে। এই বিদ্যুৎ ছিল ৩ হাজার ৭শ মেগাওয়াট। আজ হয়েছে, সাড়ে ১৪ হাজার মেগাওয়াট।

রবিবার রাতে মাদারীপুর জেলা পরিষদের হল রুমে এসএসসি ও এইচএসসি পাসের কৃতিমান ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান একথা বলেন।

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার এসএসসি এর ১০৮ জন প্রত্যেকে ২ হাজার ও এইচএসসি এর ২১ জন প্রত্যেকে ৩ হাজার করে ২ লাখ ৭৯ হাজার অর্থ বিতরণ করা হয়।

মাদরীপুর জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মাদ সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান প্রমুখ।


(এএসএ/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test