E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে বাছাই পর্বে চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ জনের মনোনয়ন বাতিল

২০১৬ এপ্রিল ১১ ১৮:৪২:২৬
রাজৈরে বাছাই পর্বে চেয়ারম্যান প্রার্থীসহ ৩১ জনের মনোনয়ন বাতিল

মাদারীপুর প্রতিনিধি : চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুর রাজৈরের ৬টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার ৩ জন চেয়ারম্যানপ্রার্থীসহ ৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজৈরের ৬টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার ৩ জন চেয়ারম্যানপ্রার্থীসহ ৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া চেয়ারম্যানপ্রার্থীরা হলেন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন মিঠু, ইশিবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ও নুরজালাল মোল্লা।

এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে পাইকপাড়ায় ১ জন, ইশিবপুরে ৩ জন, বাজিতপুরে ৩ জন, কদমবাড়ীতে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সাধারণ আসনের সদস্য পদে পাইকপাড়ায় ৪ জন, ইশিবপুরে ২ জন, কবিরাজপুরে ২ জন, হরিদাসদী-মহেন্দ্রদীতে ২ জন, বাজিতপুরে ৬ জন, কদমবাড়ীতে ৪ জনসহ মোট ৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে জানান, মনোনয়নপত্র অসম্পূর্ণ ও তথ্যগত ভুলের কারণে প্রাথমিকভাবে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

(এএসএ/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test