E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে এলাকাবাসীর অভিযোগে বৈশাখী মেলা উচ্ছেদ

২০১৬ এপ্রিল ১৬ ১৭:৫১:৪৫
চট্টগ্রামে এলাকাবাসীর অভিযোগে বৈশাখী মেলা উচ্ছেদ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বৈশাখী মেলায় হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করলে অবস্থানরত দর্শনার্থীরা চরম বিপাকে পড়ে যায়।

মেলায় অবস্থানরত দোকান মালিকগণদের ২ ঘন্টার মধ্যে মালামালসহ মেলা ত্যাগ করার নির্দেশ দেন উপস্থিত পুলিশ সদস্যরা। এসময় দোকান মালিকগণ প্রতিবেদককে জানায়, অনাকাঙ্খিত ভাবে এই উচ্ছেদ অভিযান হওয়ায় আমাদের প্রচুর লোকসানের সম্মুখীন হতে হবে। শুক্রবার এ ঘটনা ঘটে।

হঠাৎ করে কেন এই উচ্ছেদ অভিযান জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানায়, মেলাটিতে লটারীর নামে প্রতারনার মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ ও রাতে জুয়ার আসর সহ বিভিন্ন অসামাজিক কাজ চলছে বলে থানায় অভিযোগ করে এলাকাবাসী আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই মেলাটি উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়।

(এএএস/এএস/এপ্রিল ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test