E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামীলীগ ও বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষ, আহত ২০, আটক ৪

২০১৬ মে ৩০ ১৭:০৩:২৯
আওয়ামীলীগ ও বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষ, আহত ২০, আটক ৪

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীন মোহাম্মদ দুলাল মাদবর ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী আমিন উদ্দিন ঢালীর সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, নতুন কোন সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান দুলাল মাদবরের কয়েকজন কর্মী বেলা ১১টার দিকে ইসলামপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিন উদ্দীন ঢালীর আনারস প্রতীকের কয়েকজন সমর্থক মোটর সাইকেল যোগে এসে তাদের উপর দেশী অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। পরে উপভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দেশীয় অস্ত্রসহ আরিফ বেপারী, ইউনুস বেপারী, মেহেদী হাসান ও শরিফুল ইসলাম নামে ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সংঘর্ষে উভয় পক্ষের যারা আহত হয়েছে তারা হলেন, সিরাজ বেপারী, শফিক ঢালী, মোস্তফা মিয়া, মেতালেব সরদার, আজগর খা, রিয়াজুল ইসলাম, রিপন ঢালী, রহিম ঢালী, ছালাম ভূইয়া, আনসার খা, আলমগীর মাদবর, জাহাঙ্গীর ছৈয়াল ও আজম মাদবরসহ ২০ জন। এদের মধ্যে দুলাল মাদবরের সমর্থক সিরাজ বেপারী (৬০)কে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতাল, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীন মোহাম্মদ দুলাল মাদবর বলেন, গতকাল রবিবার বিকেলে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি ও ইসলামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল মোল্যা বিদ্রোহী প্রার্থীর পক্ষে সভা করে সেখানে অনেক উস্কানিমূলক বক্তব্য দেয়ার পরই আজ সকালে আমার কর্মীদের উপর হামলা করা হয়। আমি এর সঠিক তদন্তমূলক শাস্তি দাবি করছি।

শরীয়তপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সুমন দেব বলেন, ইসলামপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে রামদা-সেনদাসহ ৪ জনকে আটক করা হয়েছে। ডামুড্যা থানায় উভয় পক্ষ দুইটি অভিযোগ দাখিল করেছে। এখনো কোন মামলা হয়নি। নতুন করে যে কোন দুর্ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(কেএনআই/এএস/মে ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test