E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘কারারক্ষীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে’

২০১৬ জুন ০২ ১২:২৫:২১
‘কারারক্ষীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে’

গাজীপুর প্রতিনিধি:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কারারক্ষীদের প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের ৪৮তম বেচের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য, অতিরিক্ত আইজিপি প্রিজনস, ডিআইজি প্রিজনস ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কারা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সরকারের সাফল্যকে আরো উজ্জ্বল করুন।’

এ সময় মন্ত্রী কারা অভ্যন্তর থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনো রকম সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বক্তব্যে শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতিকে প্রতিরোধ করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ পিপিএম, বিপিএম বার উপস্থিত ছিলেন।


(ওএস/এস/জুন০২,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test