E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বতীপুরে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

২০১৬ জুন ০৩ ১৭:২৮:৩৮
পার্বতীপুরে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৩জুন শুক্রবার বেলা ১০.৩০টায় দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে “স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, শমেস দন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার- দিনাজপুর, সিনিয়র প্রগ্রাম অফিসার (WFP) শাহিদা আক্তার, নির্বাহী পরিচালক (ESDO) মোঃ শহিদ উজ জামান, উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সম্পাদক উপজেলা আওয়ামি লীগ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যার আমিনুল ইসলাম, খোরশেদ আলম বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ রংপুর, তৌহিদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দিনাজপুরসহ আরো অনেকে। এর আগে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় মন্ত্রী বলেন, সরকার যত সুযোগ সুবিধা দিচ্ছেন কঠোর বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছেন আপনারা শিক্ষকরা। সারাদেশে আমরা ম্যাসেস দিয়ে দিছি অলরেডি। প্রত্যেক স্কুলের পারফার্ম্যান্স চেক করব আমরা। বাচ্চাদের কি জানানো দরকার এবং কি শিক্ষা দিলেন? এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

(এএম/এএস/জুন ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test