E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাপাসিয়ায় রমজানের পবিত্রতা ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৬ জুন ০৪ ১৪:৫৪:২৮
কাপাসিয়ায় রমজানের পবিত্রতা ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, কমিউনিটি পুলিশিং জোরদার, আইনশৃংখলা ও মাদক  নিরোধ কল্পে আজ শনিবার সকালে কাপাসিয়া থানা চত্বরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া থানা প্রশাসনের আয়োজনে অফিসার ইনর্চাজ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান  প্রধান অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা,ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,আ: সবুর,এ এস পি সার্কেল সালাউদ্দিন আহম্মেদ। মতবিনিময় সভায় বক্ত্যব্য রাখেন ,কাপাসিয়া থানার ওসি (তদন্ত)খান মো: আবুল কাসেম, কমিউনিটি পুলিশের উপজেলা সভাপতি এম এ কবির মাস্টার, উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান, মো: সাখাওয়াত হোসেন প্রধান,দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গাফফার, চাদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহান মাস্টার, তরগাও ইউপি চেয়ারম্যান আইয়বুর সিকদার, কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম মোড়ল, সনমানিয়া ইউপি চেয়ারম্যান মো: শাহদাত মাস্টার, ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান সেলিম, রায়েদ ইউপি চেয়ারম্যান আ: হাই, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আল-আমিন,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমমিতির সাধারন সম্পাদক মো: বেলায়েত হোসেন প্রধান প্রমুখ।

মত বিনিময় সভা বক্তারা রমজানের পবিত্রতা রক্ষাসহ শহরের যানজট, মাদক বিরোধী অভিযান জোরদার করার আহবান জানান।

(এসকেডি/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test