E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে আওয়ামী লীগ কর্মী ও  চিংড়ী খামারীকে কুপিয়ে হত্যা 

২০১৬ জুন ১১ ১৭:২১:০২
বাগেরহাটে আওয়ামী লীগ কর্মী ও  চিংড়ী খামারীকে কুপিয়ে হত্যা 

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের পুলিশের বিশেষ অভিযানের মধ্যে মোল্লাহাট ও মোড়েলগঞ্জ উপজেলার আওয়ামী লীগের এককর্মীসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে শনিবার সকালে মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়মী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মগফর চৌধূরী (৬৫) নামে ওই দলের এককর্মী নিহত হয়েছে। অপরদিকে মোড়েলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে নিজ চিংড়ী ঘেরে থেকে শনিবার সকাল শেখ রফিকুল ইসলাম (৩৫) নামের এক চিংড়ী খামারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়মী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চলাকালে কাওসার আলী চৌধুরীর ভাই মকফার চৌধুরীকে(৬৫) প্রতিপক্ষের এনায়েত চৌধুরীর লোকজন এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে। এসময়ে সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল এনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

এদিকে মোরেলগঞ্জ উপজেলার শেখ রফিকুল ইসলাম (৩৫) নামে এক চিংড়ী খামারীকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রফিকুলের লাশ তার চিংড়ী খামারে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। নিহত চিংড়ী খামারী খারুইখালী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। নিহতের পরিবারের বলছে, শুক্রবার রাতে স্থানীয় মুন্সিহাট থেকে অজ্ঞাত দূবৃত্তরা তাকে ডেকে নিয়ে যাবার পর থেকে সে নিখোঁজ ছিলো। মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস জানান, চিংড়ী খামার নিয়ে বিরোধের কারনে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

(এসএকে/এস/জুন ১১,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test