E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত- ১৭

২০১৬ জুন ১৩ ২১:২৮:৩৪
পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত- ১৭

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :মাত্র ১ ঘন্টার ব্যবধানে পীরগঞ্জে দু’টি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। সোমবার ওই মহাসড়কের আংরার ব্রীজ ও কলাবাগান নামকস্থানে ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টায় গাইবান্ধা থেকে রংপুরগামী বিআরটিসি’র বাস (ঢাকা মেট্রো- চ- ৫০৩১) রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের আংরার ব্রীজ নামকস্থানে পৌঁছুলে এক মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মহাসড়কের পূর্ব পাশে খাদে পড়ে। এ সময় ঘটনাস্থলেই বাসযাত্রী গাইবান্ধার সাঘাটা উপজেলার একই পরিবারের অজ্ঞাতনামা স্বামী, স্ত্রী ও ২ মাসের শিশু পুত্র নিহত হয়। এতে ২০ জন আহত হয়।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- গাইবানধার সাদুল্লাপুরের জিয়া, আনোয়ারা; পীরগঞ্জের সোলেমান, জুয়েল মিয়া, জান্নাতি, আব্দুল কাফি, বদর উদ্দিন, সুমন, মজিদ মিয়া, লোকমান মিয়াা, মোজাম্মেল, আমজাদ হোসেন।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় মহাসড়কের কলাবাগান নামকস্থানে ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস ডিপজল এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব- ১৪-৮৯৬৪) বিপরীত দিক থেকে আসা ইটভাঙ্গা (খোয়া ভাঙ্গা) মেশিনের সাথে মুখোমুখী ধাক্কা লাগলে ২ জন যাত্রী আহত হয়। গতকাল রাত ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।


(জিকেবিকে/এস/জুন ১৩,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test