E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

২০১৬ জুন ১৫ ২১:১৯:৪২
মাদারীপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে বুধবার বিকেলে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

কলেজ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তী শহরের কলেজের পেছনে ভাড়া করা বাড়িতে থাকেন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঐ বাড়ির দরজার কলিংবেলের শব্দ পেয়ে ঐ শিক্ষক দরজা খোলা মাত্রই ৩ জন সন্ত্রাসী এলোপাথারীভাবে কোপাতে থাকে।

এ সময় তার মাথার পিছনে-সামনে ও হাতে কোপ লাগে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাবার সময় একজনকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয়রা ঐ সন্ত্রাসীকে পুলিশে দেয়।

এ সময় স্থানীয়রা ঐ শিক্ষককে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরেজমিনে থানায় গেলে আটক ঐ যুবক জানান, তার নাম প্রিন্স ফাইজুল্লাহ্। বাবার নাম গোলাম ফারুক। বাড়ি চাপাইনবাবগঞ্জ। সে ঢাকার উত্তরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে তার এক বন্ধুর সাথে বেড়াতে মাদারীপুরে এসেছে।

এ ব্যাপারে সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ শিক্ষকের অবস্থা গুরুতর। এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, তার পকেটে ঢাকার রেটিনা কোম্পানীর চাবি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা জঙ্গি সংগঠনের সদস্য।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ আটকের ঘটনা নিশ্চিত করলেও এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।


(এএসএ/এস/জুন ১৫,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test