E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলায় ফাহিমের ১০ দিনের রিমান্ড

২০১৬ জুন ১৭ ২১:৫২:৪৩
মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলায় ফাহিমের ১০ দিনের রিমান্ড

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় গোলাম ফাইজুল্লাহ্ ফাহিমকে শুক্রবার দুপুরে বিশেষ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় গোলাম ফাইজুল্লাহ্ ফাহিমসহ (২০) ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় শিক্ষক হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা করেছে। বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে এসআই মো. আইয়ুব আলী বাদী হয়ে এ মামলা করেন।

শুক্রবার দুপুরে বিশেষ আদালতে পুলিশ ১৫ দিনের রিমান্ডের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অন্য আসামীরা হলো তাকসিন সামলাম ওরফে সামিল (২০), শাহরিয়ার হোসেন পলাশ (২০), মেজবাহ (১৯), রায়হান (২০), জাহিন (২০)। এছাড়াও অজ্ঞাত একাধিক আসামী করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তীর কলেজের পাশে ভাড়া বাসায় হামলা চালায় ৩ জন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। শিক্ষকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যাবার সময় গোলাম ফাইজুল্লাহ্ ফাহিমকে আটক করে পুলিশে দেয়া হয়।

(এএসএ/এস/জুন ১৭,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test