E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বহিরাগত চালক দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সরকারি এ্যাম্বুলেন্স

২০১৬ জুন ২২ ১৭:০২:১৮
বহিরাগত চালক দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সরকারি এ্যাম্বুলেন্স


দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল্যবান সরকারি এ্যাম্বুলেন্সটি চালকের বদলে বহিরাগত চালক দিয়ে রোগী পরিবহণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষের সাথে যোগসাজসে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছেন প্রকৃত এ্যাম্বুলেন্স চালক মোকলেছার রহমান।

দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৫টায় ফুলবাড়ী-রংপুর সড়কের বদরগঞ্জের ওসমানপুর নামক স্থানে।

এতে বহিরাগত চালক মো. সবুজ মিয়া ও স্বাস্থ্য কমপ্লেক্সের মালি মনিরুজ্জামান গুরুতর আহতসহ এ্যাম্বুলেন্সটি সামনের গ্লাস, সাইড লাইটসহ কিছু অংশ দুমড়ে মুচড়ে যায়।

দোষ ঢাকতে কর্মকর্তাদের সাথে যোগসাজসে কর্মরত সরকারি চালক মোকলেছুর রহমান নিজ উদ্দ্যোগেই নিজ অর্থ ব্যয়েই সরকারি এ্যাম্বুলেন্সটি মেরামত করে গত মঙ্গলবার রাতে এ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রেখে দিয়েছেন চালক।

এদিকে সরকারি মূল্যবান এ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়াসহ নিজ খেয়ালখুশি মতো চালক নিজেই মেরামত ও নতুন করে রং করার বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে রহস্যজনক কারণে লিখিতভাবে কোন কৈফিতৎ তলব করা হয়নি।

উদ্ধার কাজে নিয়োজিত স্থানীয় বেসরকারি এ্যাম্বুলেন্স চালক আবু মুসা বলেন, ঐ রাতে স্থানীয় রোগী নিয়ে দিনাজপুর যান। স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে এমন সংবাদ শুনে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি চালক মোকলেছার রহমান দিনাজপুর থেকে তার এ্যাম্বুলেন্সে দুর্ঘটনাস্থলে যান।

সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে ক্ষতিপূরণ বাবদ ১৫হাজার টাকা দিয়ে গুরুতর আহত বেসরকারি চালক (সরকারি চালকের মনোনিত) মো. সবুজ ও মালি মনিরুজ্জামানকে উদ্ধার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য পাঠিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত এ্যাম্বুলেন্সটি নিয়ে মেরামতের জন্য দিনাজপুর চলে যান। পরে আহত দুইজন তার (আবু মুসার) এ্যাম্বুলেন্সে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে ফুলবাড়ির ওপর দিয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এতে কথিত চালক সবুজের মাথায় ৫টি সেলাইসহ মালি মনিরুজ্জামানের ঠোঁটে চিকিৎসা দেয়া হয়। বিরামপুর যাওয়ার মূল কারণ বিষয়টি যেন জানাজানি না হয়। তবে সরকারি চালকের কাছে তিনি শুনেছেন এ্যাম্বুলেন্সটি মেরামত করতে তার ৮৭হাজার টাকা খরচ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারি বলেন, এ্যাম্বুলেন্স চালক স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই প্রতি বৃহস্পতিবার নিজ বাড়ি দিনাজপুর চলে যান আর আসেন রবিবার দুপুরের দিকে। তার অনুপস্থিতিতে তার মনোনিত সম্পর্কের শ্যালক ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি এলাকার মো. সবুজ মিয়াকে দিয়ে এ্যাম্বুলেন্সে রোগী দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকেন। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের সকলেই জানেন। তবে চালক মোকলেছার রহমানকে বাঁচানোর জন্যই কতিপয় কর্মকর্তা ও কর্মচারি মিথ্যার আশ্রয় নিয়েছেন।

সরকারি চালক মোকলেছার রহমান বলেন, গাড়ি তিনি চালাচ্ছিলেন। তবে তিনি আহত হননি। সরকারি টাকা বরাদ্দ আসতে দেরি হবে এ কারণে নিজের টাকাতেই দুর্ঘটনার শিকার এ্যাম্বুলেন্সটি মেরামতসহ রং করে এনে দিয়েছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, রোগীকে রংপুর পাঠানোর সময় চালকের সাথে কথা বলেছেন। তবে পরে কে এ্যাম্বুলেন্স নিয়ে গেছে বা কি হয়েছে তা তার জানা নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল ইসলাম বলেন, এ্যাম্বুলেন্সটির কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা তিনি দেখেননি। তবে চালকের কাছে শুনেছেন মাত্র। চালককে মৌখিকভাবে কৈফিয়ৎ তলব করা হয়েছে। তবে কি কারণে চালক নিজের অর্থ ব্যয়ে এ্যাম্বুলেন্সটি মেরামত ও রং করে দিয়েছে তা তার জানা নেই।

সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কেউই জানায়নি। যতটুকু শুণেছেন তার সবটাই সংবাদকর্মীদের মাধ্যমে। ঘটনাটি লিখিতভাবে জানাতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলা হয়েছে। প্রকৃত ঘটনাটি জানতে সরেজমিনে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

(এসিজি/এএস/জুন ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test