E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ১২ লাখ টাকা চাঁদার দাবিতে সাংবাদিককে মোবাইলে হুমকি

২০১৬ জুন ২২ ২২:১০:২৪
মাদারীপুরে ১২ লাখ টাকা চাঁদার দাবিতে সাংবাদিককে মোবাইলে হুমকি

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরে শিক্ষক ও সাংবাদিক খালেদুর রহমান বেলাল খানকে মোবাইল ফোনে ১২ লাখ টাকার চাদা দাবি করে তুলে নেয়ার হুমকি দিয়েছে। এই ঘটনায় বুধবার বিকেলে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

পুলিশ, জিডি ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের আহম্মদিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ইউএনবি, নিউএইজ ও ভোরের ঢাকা এর মাদারীপুর জেলা প্রতিনিধি খালেদুর রহমান বেলাল খানকে তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনে বুধবার বেলা সারে ১১টার দিকে ০১৬৩১৫৬২২৬১ এই নম্বর থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত ফোন দিয়ে চাঁদা দাবি করে।

এ সময় দুর্বৃত্তরা ১২ লাখ টাকা দাবি করে বলে, টাকা না দিলে মাইক্রোবাসে তুলে নেয়া হবে। এমনকি তারা সম্প্রতি সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে বলেও উল্লেখ্য করে ভয় দেখায়।

ঐ দুর্বৃত্ত নিজেকে সর্বহারা পার্টির নেতা মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন পরিচয় দেয়।

এ ব্যাপারে শিক্ষক সাংবাদিক খালেদুর রহমান বেলাল খান বলেন, মোবাইলে এক দুর্বৃত্ত আমার কাছে ১২ লাখ টাকা দাবি করেছে। এসময় তারা কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর প্রসঙ্গ তুলে ভয় দেয়ায়। এমনকি তারা শিক্ষক হত্যার চেষ্টার ব্যাপারটির সাথে জড়িত আছে বলেও জানায়।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, আমরা এই নম্বরটি ট্র্যাকিং করে দেখবো। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


(এএসএ/এস/জুন২২,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test