E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে গুলিবিদ্ধ ইউপি মেম্বার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

২০১৬ জুন ২৬ ১৬:৫৪:০৬
মাদারীপুরে গুলিবিদ্ধ ইউপি মেম্বার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ মস্তফাপুর ইউপি মেম্বার শওকত মাতুব্বর (৪৫) ২ মাস ১০দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোররাতের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

মৃত্যুর সংবাদে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার পক্ষ থেকে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘আমরা শুনেছি সে মারা গেছে। তাকে ফরিদপুরে কারাগারের আন্ডারে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল। তদন্ত করে জানা যাবে সে কিভাবে কি মারা গেছে।’

উল্লেখ্য, গত ৩১ মার্চ মস্তফাপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মল্লিক বিজয় লাভ করে এবং আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সোহরাব খান পরাজিত হন। নির্বাচনের পর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে প্রায় আড়াই মাস আগে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর চেয়ারম্যানের সমর্থক গুলিবিদ্ধ জুয়েল মল্লিক মারা যায়। এরপর ঐ ঘটনার প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর আরেক গুলিবিদ্ধ পরাজিত প্রার্থীর সর্মথক ইউপি মেম্বার শওকত মাতুব্বর রবিবার ভোররাতের দিকে মারা যায়।

(এএসএ/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test