E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

২০১৬ জুলাই ১১ ২০:৪১:৪৬
শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : শ্রীপুরে এক সৌদিপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদল নগদ দেড় লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোনসেটসহ প্রায় ২০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।

গত রবিবার গভীর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বেপারিপাড়া এলাকায় মিয়া বক্সের ছেলে দুলাল বেপারির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে শ্রীপুর মডেল থানার ওসি ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে নারীসহ দুইজন আহত হয়েছে। এ ঘটনায় প্রবাসীর ছেলে বাদি হয়ে মামলা করেছেন। ডাকাতির শিকার প্রবাসী দুলাল বেপারির ছেলে সবুজ বেপারি জানান, রাত দেড়টার দিকে ১৫ -১৬ সশস্ত্র ডাকাতদল তাঁদের বাড়িতে হানা দেয়। পরে ডাকাতরা বাড়ির প্রধান ফটকের তালা কেটে ঘরের দরজা ভেঙে ৩টি বসতঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে প্রাই এক ঘণ্টাব্যাপী লুটতরাজ চালায় ডাকাতরা। সবুজ আরো জানান ওই সময় ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোনসেটসহ প্রায় ২০ লাখ টাকার মাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদল চলে গেলে প্রতিবেশীরা টের পেয়ে হাত-পা ও মুখের বাঁধন খুলে তাঁদের উদ্ধার করেন। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাকাতিতে লুণ্ঠিত হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। প্রবাসীর ছেলে সুজন বেপারী বাদি হয়ে মামলা করেছেন।

(আরএইচ/পি/জুলাই ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test