E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় কালী মন্দিরে চার সন্দেহভাজনের আনাগোনা

২০১৬ জুলাই ১২ ১২:২৩:১৭
মাগুরায় কালী মন্দিরে চার সন্দেহভাজনের আনাগোনা

মাগুরা প্রতিনিধি :মাগুরা শহরের নতুন বাজার কালী মন্দিরে গতকাল সোমবার রাতে চার সন্দেহভাজনের আনাগোনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে তাদের সন্দেহজনক গতিবিধি ধরা পড়েছে। তাদেরকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

কালী মন্দির এলাকায় থাকা সিসি ক্যামেোয় দেখা যায়, রাতে সন্দেহজনক চার যুবক একটি রিকশাযোগে মাগুরা কালী মন্দিরের সামনে নামে। তাদের ভেতর থেকে তিনজন মন্দিরের বাইরে অবস্থান নেয়। মুখে ছোট দাড়ি পাঞ্জাবি পরিহিত অপর যুবকটি মন্দিরে প্রবেশ করে পুরোহিতকে খুঁজতে থাকে। এ সময় মন্দিরে উপস্থিত পূজারিরা সন্দেহজনক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে তাবিজ নেওয়ার জন্য সেখানে গিয়েছে বলে তাদেরকে জানিয়ে দ্রুত সরে পড়ে।

এ ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে মন্দিরে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে মাগুরা পুলিশ প্রশাসন সারারাত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ ছাড়া শহরের নতুন বাজার এলাকায় কয়েক রাউণ্ড গুলিবর্ষণও করা হয়। তবে এখনো আটক করা সম্ভব হয়নি।

মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ এ বিষয়ে বলেন, "বিষয়টি জানার পরপরই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আটকে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।"

(ওএস/এস/জুলাই১২,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test