E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাহেবগঞ্জ ইক্ষু খামারে অবৈধ দখলদার উচ্ছেদে র‌্যাব, পুলিশের  অভিযান

২০১৬ জুলাই ১২ ২২:০২:০১
সাহেবগঞ্জ ইক্ষু খামারে অবৈধ দখলদার উচ্ছেদে র‌্যাব, পুলিশের  অভিযান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জস্থ রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের সরকারী জমি অবৈধ দখলমুক্ত করতে  উচ্ছেদে র‌্যাব, পুলিশের যৌথ অভিযানে দখলদার  প্রভাবশালী ব্যাক্তির লোকজন সহ সাঁওতাল সম্প্রদায় সহস্রাধিক ব্যাক্তি ও র‌্যাব, পুলিশের মধ্যে সংঘর্ষে ফার্ম অফিস ভাংচুর, লুটপাট, পুলিশের শর্টগান ও টিয়ারসেল নিক্ষেপ ও তীরের আঘাতে চিনিকলের এক কর্মকর্তা, পুলিশ, ফার্ম প্রহরী  সহ ১০ জন আহত হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের সাজোয়া যান নিয়ে র‌্যাব, পুলিশ ও চিনি কলের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যৌথ ভাবে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ইক্ষু খামারের সাহেবগঞ্জ এলাকায় নির্মাণ করা ২০/২৫ টি ঘর ভেঙ্গে তাতে আগুন লাগানো হয়। এ ঘটনায় দখলদার কিছু প্রভাবশালী ব্যাক্তির লোকজনসহ সাঁওতাল সম্প্রদায় সহস্রাধিক ব্যাক্তি ও র‌্যাব, পুলিশের মাঝে উত্তেজনা দেখা দিলে এলাকার সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জমি দখলকারী সাঁওতাল সম্প্রদায়ের লোকজন তীর-ধনুক, বল্লম, শাবল, হাসুয়াসহ ধারাল অস্ত্র নিয়ে পুলিশ ও র‌্যাবের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুললে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।

এরপর বিকেল সাড়ে ৫ টার দিকে এলাকার দখলদার প্রভাবশালী ব্যক্তির লোকজনসহ সাঁওতাল সম্প্রদায়ের শত শত লোকজন একজোট হয়ে ইক্ষু খামারে ফার্ম অফিস দখল করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় ফার্ম অফিসের গার্ড- কর্মচারীরা বাধা দিলে হামলাকারীরা এলোপাতারি তীর ছুঁড়তে থাকে। তাদের তীরের আঘাতে চিনিকলের আইন ও সম্পদ বিভাগের জিএম আবু সাউদ, পুলিশ কনেস্টবল সৌরভ সরকার, ফার্ম অফিসের প্রহরী আলম, বাদশা মিয়া ও রাজু ও অজ্ঞাত এক ব্যাক্তিসহ ৫জন আহত হয়।

আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ হাসপাতালে এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্ত্তি প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আদিবাসী সমিতির সভাপতি ফিলিমন বাস্কি নামের একজনকে আটক করেছে।

এ রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষ স্ব স্ব অবস্থান নিয়ে আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উচ্ছেদ অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হান্নান বলেন, চারিদিকে আখের আবাদ আর ঘন জঙ্গল। তাই ভেবে চিন্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হচ্ছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান উচ্ছেদ অভিযানে দখলদারদের বিরুদ্ধে শতাধিক শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।
এ ব্যাপারে চিনিকলের এমডি আব্দুল আউয়াল জানান উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা ও তীরের আঘাতে একজন অফিসার সহ ফার্মে প্রহরী ৮/১০ আহত হয়েছে। এবং ফার্মের অফিস ভাংচুর ও লুটপাট হয়েছে।



(এসআইডি/এস/জুলাই১২,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test