E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে সহকারী প্রধান শিক্ষক নিহত

২০১৬ জুলাই ১৪ ১৭:৪৩:৫৬
মাদারীপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে সহকারী প্রধান শিক্ষক নিহত

মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কাঠেরপুল এলাকায় সোনালী পরিবহণের চাপায় পিষ্ট হয়ে কে. ডি. ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার মন্ডল (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হাওলাদার জানান, বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফেরার পথে সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার মন্ডকে কাঠেরপুল এলাকায় দ্রুতগামী সোনালী পরিবহণ পিছন থেকে ধাক্কা দিয়ে পিষ্ট করে। এ সময় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মূর্মূর্ষ অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে সোনালী পরিবহণটি আটক করা সম্ভাব হয়নি।

নিহত সহকারী প্রধান শিক্ষক সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের কে.ডি.ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছর আগে যোনদান করেন। তিনি রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুতে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার ওই পরিবহণের সাথে জড়িতদের বিচার দাবি করেন।

সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/জুলাই ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test