E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ইউপি সচিব-উদ্যোক্তাদের অনলাইন আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

২০১৬ জুলাই ২২ ১৩:২৫:১৫
শেরপুরে ইউপি সচিব-উদ্যোক্তাদের অনলাইন আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধি :শেরপুরে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য অনলাইনে আর্থিক ব্যবস্থাপনা ও তথ্য সন্নিবেশ (এমআইএস) সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রতি ব্যাচে ২২ জন করে তিন দিনব্যাপী কর্মশালার প্রথম ব্যাচের প্রশিক্ষণ ২১ জুলাই বৃহস্পতিবার শেষ হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় অনলাইনে বাজেট ও পরিকল্পনা, সম্পদ নিবন্ধন, কর আদায়, হিসাব সংরক্ষণ, ক্রয়, সেইফগার্ড, শিশু মাইগ্রেশন, মনিটরিং সম্পর্কে ও তথ্য অধিকার আইন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এটুআই প্রকল্পের সহায়তায় স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মাস্টার ট্রেইনার এলজিএসপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক এম এ রহিম, সহকারি প্রোগ্রামার হাসান মো. হাদিউল ইসলাম ও কামারের চর ইউপি সচিব মো. হযরত আলী।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।

এসময় কোর্স সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আহমেদ ও কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এলজিএসপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক এম এ রহিম জানান, জেলায় ৫২টি ইউনিয়নের সচিব ও ডিজিটাল সেন্টারের পুরুষ-মহিলা উদ্যোক্তা সহ ১৫৪ জন প্রশিক্ষণার্থী ৭টি ব্যাচে তিনদিন করে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।







(এইচবি/এস/জুলাই ২২,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test