E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে টোল আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে ৭ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

২০১৪ এপ্রিল ০৮ ১৮:০৩:৩৯
নাটোরে টোল আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে ৭ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি : নাটোরে টোল আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে সিএনজি অটোরিক্সা মালিকরা ৭ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার নাটোর সদর সিনিয়র সহকারী জজ জাহাঙ্গীর আলমের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুনানী শেষে ওই ৭ মেয়রকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলেছে আদালতের বিচারক। মেয়ররা হলেন সিংড়ার মেয়র শামিম আল রাজি, গুরুদাসপুরের মেয়র শাহ নেওয়াজ মোল্লা, বড়াইগ্রামের মেয়র ইছাহাক আলী, বনপাড়ার মেয়র জাকির হোসেন, গোপালপুর পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল,বাগাতিপাড়ার মেয়র মোশারফ হোসেন ও নলডাঙ্গা পৌরসভার মেয়র আব্বাস আলী নান্নু।

আদালত সুত্রে জানা যায়, জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সভাপতি হোসেন সরদারসহ সমিতির ৮ সদস্য বাদি হয়ে সিএনজি থ্রি হুইলার অটো রিক্সা থেকে অবৈধভাবে টোল আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার আদালতে মামলা করেন। মামলায় নাটোরের ৮ পৌর মেয়রের মধ্যে নাটোর পৌরমেয়র ছাড়া সিংড়া পৌর মেয়র মামিম আল রাজি, গুরুদাসপুর, বড়াইগ্রাম, গোপালপুর, বাগাতিপাড়া ও নলডাঙ্গা পৌর মেয়রকে বিবাদী করা হয়। অভিযোগ করা হয়, ওই ৭ মেয়র এখতিয়ার বহির্ভূতভাবে ইজারা দিয়ে সিএনজি অটোরিক্সা থেকে টোল আদায় করে চলেছেন। টোল আদায় বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশও অমান্য করা হয়েছে ।
জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি হোসেন সরদার জানান, সিএনজি অটোরিক্সা থেকে টোল আদায়ের বৈধ কোন নিয়ম না থাকা সত্বেও মেয়ররা ইজারা দিয়ে অবৈধ পন্থায় টোল আদায় করছেন। প্রতিটি গাড়ি থেকে ১৫ থেকে ২০ টাকা আদায় করা হয়। টোল দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারপিট করা হয়। এবিষয়ে আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে টোল আদায় বন্ধের আহ্বান জানালে নাটোর পৌর মেয়র মেখ এমদাদুল হক আল মামুন আহ্বানে সাড়া দিয়ে টোল আদায় বন্ধ করেন। কিন্তু অন্য মেয়ররা টোল আদায় অব্যাহত রাখায় তারা এই মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে মেয়ররা আদালতে মামলা দায়েরের বিষয়টি জানেননা বলে জানান। আদালতের কোন কাগজ তাদের হাতে আসেনি বলে জানান।
(এমআর/এএস/এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test