E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

২০১৬ আগস্ট ১০ ১১:৪৮:৩৬
বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি  :মৌলভীবাজারের বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত পৌরসভা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত পৌরসভা ঘোষণা করেন।

বড়লেখা পৌরসভার আয়োজনে দুপুরে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্যানেল মেয়র মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, পৌর কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক ঝুনু, জেহিন সিদ্দিকী, শিক্ষক দিপক নন্দী, বদর উদ্দিন, বদরুল ইসলাম, রঞ্জিত দাস প্রমুখ।

এসময় কাউন্সিলর রেজাউল করিম রেজা, মিজানুর রহমান মঞ্জু, মহিলা কাউন্সিলর আসমা বেগম, রুজিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


বড়লেখার শাহবাজপুরে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রবাসী সোহরাব হোসেন, বিজিবি’র সুবেদার আলতাফ হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাওলানা হোসাইন আহমদ, নূরুল ইসলাম খান, ইউপি ছাত্রলীগ আহবায়ক জাকের আহমদ, শিক্ষার্থী হোসনে আরা খানম, তানিয়া প্রমুখ।




(এলএস/এস/আগস্ট ১০,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test