E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে টাঙ্গাইলের ১৯ জন

২০১৬ আগস্ট ১০ ১২:৫২:০৯
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে টাঙ্গাইলের ১৯ জন

টাঙ্গাইল প্রতিনিধি :বিএনপি‘র ৬ষ্ট জাতীয় কাউন্সিলের ৫ মাস পর নেতাকর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান করে বিএনপির ৫০২ সদস্যের নির্বাহী কমিটি প্রকাশ করা হলেও তাতে তৃণমুলের মুল্যায়নের যে প্রতিশ্রুতি দলের চেয়ারপার্সন দীর্ঘদিন যাবত বিভিন্ন ফোরামে ও মিডিয়ায় ব্যক্ত করেছিলন তা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে বলে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার ছাইদুল হক ছাদু স্বাক্ষরিত এক প্রেসবার্তায় দাবি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে টাঙ্গাইল জেলা থেকে যে ১৯ জনের নাম প্রকাশ করা হয়েছে তাদের অধিকাংশই কোন দিনই জেলার কোন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল না বলে দাবি করেছে জেলা বিএনপির একাংশ।

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে টাঙ্গাইল জেলার ১৯ জন নেতা স্থান পেলেও টাঙ্গাইল কোন আনন্দ উল্লাস দেখা নেই। তারা হলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট আব্দুস সালাম পিন্ট (ভুঞাপুর), মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান (টাঙ্গাইল সদর), এডভোকেট আহমেদ আযম খান (বাসাইল)। চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য লুৎফর রহমান খান আজাদ (ঘাটাইল), পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী (নাগরপুর), শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী (মির্জাপুর), সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর হক প্রিন্স (টাঙ্গাইল সদর)। কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন- ফকির মাহবুব আনাম স্বপন (ধনবাড়ী), লুৎফর রহমান মতিন (কালিহাতী), নুর মোহাম্মদ খান (নাগরপুর), রবিউল ইসলাম লাভলু (নাগরপুর) সাঈদ সোহরাব (মির্জাপুর), ওবায়দুল হক নাসির (বাসাইল), এডভোকেট মোহাম্মদ আলী (ধনবাড়ী), নজরুল ইসলাম খান ওরফে এন,আই খান (মির্জাপুর), এডভোকেট আহসান হাবীব (টাঙ্গাইল সদর), মুন্সি বজলুল বাসিত আনজু (ধনবাড়ী), শামসুজ্জামান সুরুজ (মধুপুর) ও এডভোকেট খালেদা পান্না (টাঙ্গাইল সদর)।







(এমএনইউ/এস/আগস্ট ১০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test