E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশাল উপজেলায় নাম মাত্র তথ্য সেবা কেন্দ্র

২০১৬ আগস্ট ২৯ ১৬:৩৬:১৭
ত্রিশাল উপজেলায় নাম মাত্র তথ্য সেবা কেন্দ্র

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : গ্রামীণ জনপদে শক্তিশালী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত নেটওয়ার্ক সৃষ্টি ও তার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে দেশের ৩০টি উপজেলায় ২৮.৬১ কোটি টাকা অর্থ ব্যয়ে অত্যাধুনিক উপজেলা ইকমিউনিটি সেন্টার তৈরি করা হলেও এ সেবা থেকে বঞ্চিত ত্রিশালের সাধারণ জনগণ।

উপজেলা পরিষদে নামমাত্র ই সেবা অত্যাধুনিক যন্ত্রপাতি ও জনবল থাকলেও চলছে ভাউচার র্সবস্ব সেবা। বেকার যুবকদের কর্মসংস্থান,বিভিন্ন ভাবে ই সেবা প্রদান,সচেতনতা মুলক কর্মসূচী সহ বিভিন্ন দপ্তরের সেবা প্রদান করার কথা থাকলেও অধিকাংশ সময় তালাবদ্ধ অবস্থায় কার্যক্রম চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাশে থাকা এ সেবা কার্যক্রম।

সরজমিনে উপজেলা পরিষদে গিয়ে জানাযায়, সোমবার সকাল ১০ টায় গিয়ে ই সেন্টার বন্ধ পাওয়া যায়। দুপুর ১টা পর্যন্ত অপেক্ষমান থাকলেও কাউকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ইসেবার অফিস থাকলেও দায়িত্বে থাকা এনায়েতুর রহমান রোজেন কখন অফিসে না আসেন সেব্যাপারে উপজেলা থেকে কোন মনিটরিংও লক্ষ করা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের এক কর্মচারী জানায় এ অফিস কখন খোলা থাকে না কেউ বলতে পারেনা। ই-সেবা দুরের কথা অফিসের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো অকেজো হওয়ার উপক্রম।

উপজেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা,মৎস কর্মকর্তা,প্রকৌশলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,কৃষি কর্মকর্তা ও সমাজ সেবা কার্যালয়ে গিয়ে জানাযায় উপজেলা তথ্য সেবা কেন্দ্র থেকে কোন প্রকার উপকার তারা পায়নি। সরকার কোটি টাকা খরচ করে ইসেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ সেবা চালু করলেও কোন দপ্তরেই এ সেবা পৌছেনি। তাদের অভিযোগ দায়িত্বে থাকা ব্যক্তিকে পাওয়া যায়না তার কার্যালয়ে। বিভিন্ন দপ্তরগুলো তাদের দৈনন্দিন কাজ করার জন্য বাহিরে দোকান গুলোতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। এ ছাড়াও সাধারন জনগন সেবা নিতে আসলে আরও ভোগান্তির শিকার হতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে জানা যায় দায়িত্বে থাকা এনায়েতুর রহমান রোজেন বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিদের সাথে পরিচয়ের সুবাদে নিজেকে কখনো সাংবাদিক, কখনো মানবাদিকার কর্মী, কখনো সমাজসেবক পরিচয় সমাজ সেবায় ব্যস্ত থাকে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন তদারকি করেন কিনা জানতে চাইলে তিনি বলেন ইউএনও ইসেবার ব্যপারে কোন পদক্ষেপ লক্ষ করা যায়নি।

এ ব্যপারে ই সেবাকেন্দ্রের দায়িত্বে থাকা এনায়েতুর রহমান রোজেনের কাছে সেবা প্রাপ্ত কোন ব্যক্তি নাম জানতে চাইলে ই সেবা কেন্দ্র থেকে উপকার পেয়েছে এরকম কোন ব্যক্তির নাম বলতে পারেনি। সেবাকেন্দ্র খোলা রাখার ব্যপারে জানতে চাইলে তিনি বলেন এরকম কোন বাধ্যবাধকতা আমার নেই।

এ ব্যপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের কাছে জানতে চাইলে তিনি ব্যস্ত পরে যোগাযোগ করবে বলে জানান।

(এমআরএন/এএস/আগস্ট ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test