E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হালুয়াঘাটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

২০১৬ আগস্ট ২৯ ১৮:৫৭:৪৬
হালুয়াঘাটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে উসমান মেম্বারসহ ৪ জনের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গত ১১ আগষ্ট/২০১৬ খ্রিঃ তারিখে উপজেলার মাজরাকুড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আক্তার আলী সরকারের পুত্র মোঃ ইউসুফ আলী (৬৩) বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ ৫ নং আমলী আদালতে ১৯৭৩ এর ৩ (২) ধারায় মামলাটি দায়ের করে, যার নং- ২৯৫/১৬ ।

মামলাটি গত ২৩ আগষ্ট/২০১৬ খিঃ তারিখে আমল ও বিচারযোগ্য হওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম গ্রহন করার জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ পারুল আক্তার আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে প্রেরন করেন। অভিযোগে প্রকাশ, উপজেলার ১ নং ভূবনকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের মৃত উসন আলীর পুত্র আলহাজ্ব উসমান আলী মেম্বার (৭৪)। উসমান আলী মেম্বারের ছোট ভাই নজরুল ইসলাম (৭২), মাজরাকুড়া গ্রামের মৃত আছমত আলীর পুত্র ডাঃ শওকত আলী (৭৬) ও সন্ধ্যাকুড়া গ্রামের সালামত খার পুত্র ঈমান খান (৭৩)। আসামীগন সন্ধ্যাকুড়া গ্রামের মৃত আলী হোসেনের স্ত্রী ও মামলার সাক্ষী আব্দুল বাতেন এবং আবু বক্কর সিদ্দিকের মাতা রাহেলা খাতুন, মাজরাকুড়া গ্রামের রজব আলীর স্ত্রী আছিয়া খাতুনকে অপহরন করে নিয়ে ধর্ষণ করে এবং পাক বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়। পরবর্তীতে তাদেরকে পাকবাহিনীর সদস্যরা পালাক্রমে ধষর্ণের পর নির্মমভাবে হত্যা করে ।

১৯৭১ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উল্লেখিত আসামীগণ পাক সেনাদের সাথে মিলিত হয়ে অত্র এলাকার শহীদ বীর মুক্তিযোদ্ধা, শওকত আলী, আক্তার আলী সরকার, হযরত আলী, আলা উদ্দিন, শাহ্ শাজাহান, রঞ্জিত গুপ্ত ও ওয়াজিউল্লাহকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানী হানাদার বাহিনীকে সক্রিয়ভাবে সাহায্য ও আসামীগনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন অঞ্চলে হত্যা, অগ্নিসংযোগ, লুষ্ঠন, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংঘঠিত করে বলে মামলায় উল্লেখ করা হয়।

(জেসিজি/এএস/আগস্ট ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test