E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উপজেলাপরিষদনির্বাচন

 

লক্ষ্মীপুরে ৪ কেন্দ্রেপুনরায়ভোটগ্রহণবুধবার

২০১৪ এপ্রিল ০৯ ১০:০৭:৪৮
লক্ষ্মীপুরে ৪ কেন্দ্রেপুনরায়ভোটগ্রহণবুধবার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৪টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ বুধবার সকালে শুরু হয়েছে। কেন্দ্রগুলো হলো- প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৩১ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহিয়া সুলতানা পারুল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। তবে ভাইস চেয়ারম্যান পদে ২০১ ভোটে জামায়াত সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন (চশমা) এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হাফিজ উল্যা (মাইক)।

ওই দিন ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও ব্যালটে অগ্নিসংযোগের কারণে ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলোতে মোট ১১ হাজার ৩৩১ জন ভোটার রয়েছেন।

(এইচআর/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test