E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবিতে মানববন্ধন

২০১৬ সেপ্টেম্বর ২২ ১৮:৪৫:৪১
অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্ধ অ্যাম্বুলেন্স সেবা চালু করার দাবিতে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন সৌহার্দ্য’র উদ্যোগে বৃহস্পতিবার(২২সেপ্টেম্বর) উত্তরবাজার ধাড়িমহাল এলাকায় মাননববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা ইউএনও মর্জিনা আক্তারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

সংগঠনের সমন্বয়কারী শফিকুল ইসলাম অপুর সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সাংবাদিক মহসীন মাহমুদ, ব্যবসায়ী সাইদুর রহমান লিটু, বাংলালিংক কাস্টমার ম্যানেজার শাহীন রহমান, মুরাদুজ্জামান মুরাদ, জহির আলম, জহিরুল ইসলাম রমজান, আশিকুর রহমান খান রাফাত, সুমন হালদার, হারুন খান, জাকির হোসাইন প্রমুখ।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল কবীর বলেন, চালক না থাকায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় এমপি মহোদয় ব্যাক্তিগত ভাবে কতৃপক্ষের সাথে যোগাযোগ করছেন চালক নিয়োগের জন্য। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।

(এসআইএম/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test