E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শুরু

২০১৬ সেপ্টেম্বর ২৬ ১৬:১০:৫৩
ঈশ্বরগঞ্জে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শুরু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বাল্যবিয়েমুক্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাকে কেস স্টাডি হিসেবে বেছে নিয়ে গবেষণামূলক কার্যক্রম শুরু করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় । সোমবার উপজেলা পরিষদ সমেম্মলন কক্ষে গবেষণা কার্যক্রমে উপস্থিত বাল্যবিয়ে থেকে মুক্তি পাওয়া স্কুলছাত্রী,অভিভাবকবৃন্দ, স্কুল কেবিনেট,জনপ্রতিনিধি শিক্ষক ও ইমামসহ সকলেই গবেষণা সংশ্লিষ্ট নির্ধারিত ফরম পূরণ করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে গবেষণায় অংশ নেন ডেপুটেশনে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল আহসান। এ সময় মতবিনময়কালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল আলম মাসুম, ওসি বদরুল আলম খান,যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ফজলুল হক সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

(এমএনআই/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test