E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বেুলেন্স সেবা দুই বছর ধরে বন্ধ

২০১৬ সেপ্টেম্বর ২৬ ১৬:৫২:৫৫
গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বেুলেন্স সেবা দুই বছর ধরে বন্ধ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২বছরের অধিক সময় ধরে অ্যাম্বুলেন্সের চালক না থাকায় দীর্ঘদিন গ্যারেজে পড়ে থেকে অ্যাম্বুলেন্সটি নষ্ট হচ্ছে। অপরদিকে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন এই হাসপাতাল থেকে গড়ে ১২জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে জেলা শহরে রোগী পরিবহন নিরাপদ ও সাশ্রয়ী। এতে খরচ হয় মাত্র পাঁচশ টাকা। কিন্তু অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় বিকল্প যানবাহনে ব্যবস্থায় মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে গিয়ে রোগী ও স্বজনদের গুণতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ বেশি টাকা। এক্ষেত্রে বিত্তবান রোগীদের আর্থিক সমস্যা না হলেও দুর্ভোগের শিকার হচ্ছেন দরিদ্র শ্রেণির লোকজন। স্থানীয়রা জানান, রাতের বেলায় জরুরি মুহূর্তে যানবাহন পাওয়া যায় না। ফলে রোগী নিয়ে স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়। এবং রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মাসুদ মিয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর মাসুদ মিয়া গৌরীপুর আর চাকরি করেননি। পরবর্তীতে এ সেবা চালু রাখার জন্য টাঙ্গাইল জেলার একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালককে ডেপুটেশনের মাধ্যমে এখানে পাঠানো হয়। কিন্তু কয়েক মাস চাকরি করে তিনিও কর্মস্থলে চলে যান। এরপর থেকে ২০১৪ সালে ৩০ জুন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এবং অ্যাম্বেুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে পরিত্যাক্ত অবস্থায় হয়ে পড়ে রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জানান, অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে গ্যারেজবন্দি হয়ে পড়ে থাকায় এর চাকা ও যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে মনে হয়। এক বছর পূর্বে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম ৫০শয্যার ভবন উদ্বোধন করতে আসলে স্থানীয় সংসদ সদস্য বিষয়টি মন্ত্রীকে অবহিত করার পর তিনি তাৎক্ষণিক চালক পোস্টিং দেয়ার জন্য ডিজিকে নির্দেশ দিলেও আজও গৌরীপুরে কোন চালক পোস্টিং দেয়া হয়নি। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্ধ অ্যাম্বুলেন্স সেবা চালু করার দাবিতে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন সৌহার্দ্য’র উদ্যোগে মাননববন্ধন কর্মসূচি ও ইউএনও মর্জিনা আক্তারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল কবীর বলেন, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগীদের দুভোর্গের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় এমপি মহোদয় ব্যাক্তিগত ভাবে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করছেন চালক নিয়োগের জন্য। আশা করছি অচিরেই একটা ব্যবস্থা হবে।

(এসআইএম/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test