E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

২০১৬ সেপ্টেম্বর ২৬ ১৭:০৯:০৭
লোহাগড়ায় দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আর মাত্র ক'দিন বাদেই মহালয়ার মধ্যদিয়ে মর্তলোকে দেবী দুর্গার আগমন ঘটবে । ৬ অক্টোবর মহাপঞ্চমী তিথিতে বোধন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এবার দেবীর আগমন এবং প্রস্থান হবে ঘোড়া বাহনে চড়ে। এ বছর লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়রে ১৬০ টি মন্ডবে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৬ টি মন্ডব কে ‛ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন লোহাগড়ার প্রতিমা শিল্পীরা। শিল্পীদের নিপূণ হাতের ছোঁয়ায় মাটির মূর্তি গুলো হয়ে উঠবে অপরূপ। খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষে এখন চলছে মূর্তির ওপর প্রলেপের কাজ। মাটির মূর্তি গুলো শুকিয়ে গেলেই শুরু করবে রং এবং সাজসজ্জার কাজ।

লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের প্রতিমা শিল্পী প্রভাষ পাল, নিরাপদ পাল,অরবিন্দু পাল, শ্রীবাস পাল, হরিপদ পাল ও তপন পাল জানান,‘দুর্গোৎসবকে সামনে রেখে আমরা প্রায় দু’মাস আগে থেকেই প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শুরু করেছি। ৮/ ১০ দিনের মধ্যেই প্রতিমা তৈরির সকল কাজ শেষ হবে’।

উপজেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি কমল কৃষ্ণ বালা জানান, আগামী ৬ অক্টোবর দুর্গা দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব এবং আগামী ১১ অক্টোবর হাজারো ভক্তের উপস্থিতিতে নবগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক সুবোধ কুন্ডু জানান, এ বছর পৌরসভাসহ উপজেলার ১৬০ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। জঙ্গি তৎপরতার কারণে প্রথম দিকে পুরোহিতরা পূজা-অর্চ্চনা করতে অপারগতা প্রকাশ করলেও পূজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পুরোহিতরা পূজা-অর্চ্চনা করতে রাজি হন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের এ উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে এই সার্বজনীন এ উৎসবে অংশ গ্রহন করার জন্য আহবান জানান তিনি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। ঝুঁকিপূর্ণ মন্ডব গুলোতে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে এবং পুলিশি টহল জোরদার করা হবে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test