E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাছ পরিচর্যায় হেলথ কার্ড

২০১৬ অক্টোবর ০১ ১৫:৪৪:২৮
গাছ পরিচর্যায় হেলথ কার্ড

মোস্তাফিজুর রহমান নোমান : বাংলাদেশে এই প্রথম বৃক্ষ রোপনের পাশাপাশি রক্ষনাবেক্ষন ও তরুণ সমাজকে গাছের পরিচর্যা প্রতি আগ্রহী করে তুলে চালু করলেন ট্রি হেলথ কার্ড। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্ডের উদ্ভাবন করলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

জানা যায়, ত্রিশাল উপজেলারর ১২টি ইউনিয়নে ২৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ একলক্ষ ১০ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরনের লক্ষ্যে গত এপ্রিলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে এ উদ্যোগে গ্রহন করে। এরই ধারাবাহিকতার উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে এ কর্মসুচীর শুভ সুচনা করা হয়। শিক্ষার্থীরা চারা পেয়ে বাড়ি আঙ্গিনায়, প্রতিষ্ঠানে রোপন করে। কিন্তু এতেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু ব্যতিক্রম কিছু উপহার দিলেন ত্রিশাল উপজেলা প্রশাসন।

গাছ গুলো পরিচর্যা ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিতরন করা ট্রি হেলথ কার্ড শিরোনামে একটি নোট। যা প্রতি শিক্ষার্থী প্রতি মাসে গাছটি পরিচর্যা করে শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে। পাশাপাশি গাছের পর্যায় সমস্যা উল্লেখ করবে এবং সংশ্লিষ্ট প্রশাসন থেকে একটি মনিটরিং গ্রুপ কাজ করবে সমস্যা সমাধানের। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য রয়েছে বার্ষিক পুরস্কার ঘোষনা। যে সকল শিক্ষার্থী গাছটি সুন্দরভাবে পরিচর্যা করে রক্ষনাবেক্ষন করবে তাদেরকে বছর শেষে করা হবে পূরস্কৃত। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সবুজ বনায়ন ও পরিচর্যায় ব্যপক সাড়া পরেছে উপজেলাব্যাপী। শিক্ষার্থী অভিভাবক সহ পরিবারের সদস্যরা সরবরাহকৃত চারাটি রক্ষনাবেক্ষনে গুরুত্ব দিচ্ছে।

উপজেলার ইসলামী একাডেমীর ১০ শ্রেনীর শিক্ষার্থী ফারহানা বলেন আমি চারাটি পেয়ে মহা খুশি। বাড়িতে নিয়ে যাবার পর আমার বাবা চারাটি রোপন করে এবং চারদিকে আবৃত করে দেয়। এখন আমি গাছটিতে নিয়মিত পানি দিয়ে পরিচর্যা করি। আমার গাছটি বড় হলে আমি স্কুল থেকে পুরস্কার পাব।

৭ম শ্রেণীর শিক্ষার্থী আকিবের পিতা আবুল হোসেন আমার মেয়ে চারাটি বাড়িতে নিয়ে এসে পরিচর্যার ব্যপারে ব্যপক উৎসাহের কথা কথা বলে। এত করে একজন শিক্ষার্থী যেমন দায়িত্বানুভূতি ও মমত্ববোধ শিখতে পারবে তেমনি প্রতিটা পরিবার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধে এক ধাপ এগিয়ে যাবে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন সবুজ বিপ্লবের লক্ষ্যে শুধু বৃক্ষরোপনই নয় বরং রকরতে পরিচর্যা। পরবর্তী প্রজন্মকে সবুজ সমারহ বেড়ে উঠার পরিবেশ তৈরির লক্ষ্যে তাদের মমত্ববোধ দায়িত্বানুভতি জাগ্রত করার জন্য এই হেলথ কার্ড চালু করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোন উপজেলায় গাছের পরিচর্যায় হেলথ কার্ড চালু করা হলো।

(এমআরএন/এএস/অক্টোবর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test