E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন

২০১৬ অক্টোবর ০৫ ১৬:৩৩:১৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ডরমিটরি ভবন উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দের আবাসনের জন্য নবনির্মিত ডরমিটরি ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

বুধবার দুপুরে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাস, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) মো: হাফিজুর রহমান প্রমুখ।

এদিকে মঙ্গলবার ১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নবনির্মিত এবং নির্মাণাধীন বিভিন্ন ভবনের নামকরণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলোকে দুখুমিয়া বাংলো, শিক্ষক-কর্মকর্তা ডরমিটরিকে ব্রহ্মপুত্র নিকেতন, নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট ছাত্র হলের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট ছাত্রী হলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে উক্ত ভবনগুলির নির্ধারিত নামগুলি চূড়ান্ত করা হবে। একাডেমিক কাউন্সিলের উক্ত সভায় মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, অনুষদীয় ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমআরএন/এএস/অক্টোবর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test