E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইগাতীতে বন্যহাতিটির ময়নাতদন্ত শেষে মাটি চাপা

২০১৬ অক্টোবর ১৭ ১৭:০৮:৩৩
ঝিনাইগাতীতে বন্যহাতিটির ময়নাতদন্ত শেষে মাটি চাপা

শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা নয়াপাড়া গ্রামের উদ্ধার হওয়া বন্যহাতির মরদেহটি ১৭ অক্টোবর সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হয়েছে। এদিন ভোরে ওই এলাকার সীমান্ত সড়কের দক্ষিন পাশের ধান ক্ষেতের পাশ থেকে বন্যহাতির মৃতদেহটি উদ্ধার হয়।

বনবিভাগ ও বন্যপ্রাণী কর্মকর্তাদের উপস্থিতিতে ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। তিনি জানান, মৃত হাতিটির শুড়ের নীচে আঘাতের চিহ্ন রয়েছে। হাতিটি শুরসহ লম্বায় ১৮ ফুট। বয়স ৪০ বৎসরের উর্ধ্বে হবে। মৃত হাতিটিকে বসা অবস্থায় পাওয়া যায়। এটি নারী হাতি। নারী হাতিরা সাধারনত দলনেতা হয়ে থাকে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই গর্ত খুড়েঁ হাতির মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তকালে হাতিটির পাকস্থলী সহ কিছু অংশ ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যহাতির তান্ডব বৃদ্ধি এবং দেড়মাসে নয়জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে বিক্ষুদ্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে এ হাতিটি মারা যেতে পারে। এর আগে গত ১ অক্টোবর রাতে পানবর এলাকার একটি ধানক্ষেতে আরেকটি বুনোহতির মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দা জহুরুল হক জানান, রাতে হাতির দলের চীৎকার শুনে আশপাশের কয়েকশ’ মানুষ তাওয়াকুচা টিলাপাড়া খেলার মাঠে জমায়েত হয়। ওই এলাকার লোকজন মশাল জা¡লিয়ে, পটকা ফাঁটিয়ে, জেনারেটরের আলো জ্বালিয়ে ও টিন বাঁজিয়ে শব্দ করাসহ হৈ-হুল্লুর শুরু করলে তা না মেনে হাতির দল উল্টো তাদের দিকে ধেয়ে এসে ধাওয়া দেয়। এসময় হাতির দল সামনের লোকালয়ে চলে এসে স্থানীয় সীমান্ত সড়ক পাড়ি দিয়ে তাওয়াকুচা নয়াপাড়া গ্রামে তান্ডব চালিয়ে মমেনা খাতুন, ময়নাল মিয়া, ময়ছান আলী, আজির উদ্দিন, মেহের আলী, আমজাদ হোসেন, আব্দুল কাদির, হোসেন আলীর বাড়ি এবং গুরুচরন দুধনই গ্রামের আছিয়া খাতুনের দোকানঘর ভাংচুর করে। ভোরে একটি হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৬ মাসে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হালচাটি, তাওয়াকুচা, গান্ধীগাঁও ও পানবর এলাকায় ৫টি বুনোহাতি মৃত্যুর ঘটনা ঘটলো।

(এইচবি/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test