E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় মাদ্রাসা সুপারে বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ

২০১৬ অক্টোবর ১৯ ১৭:৩৩:২৮
কাপাসিয়ায় মাদ্রাসা সুপারে বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : উপজেলা বড়হর  মজিদ মোল্লাহ বালিকা মাদ্রাসার সুপারে বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ পাওয়ায় তাকে সুপারের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার ও মাধ্যামিক শিক্ষা অফিসারের বরাবরের মাদ্রাসার ছাত্রীরা একটি অভিযোগ পত্র দাখিল করার পর করেছে প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করেন।

অভিযোগে জানা যায়, দীঘদিন থেকে মাদ্রাসার সুপার মো: শহীদুল্লাহ বিভিন্ন শ্রেনীর ছাত্রীদের সাথে অনৈতিক কাজের জন্য ইভটিজিং করে আসছে। এর প্রতিবাদ করলে সুপার ছাত্রীদের বিভিন্ন ভাবে হুমকি ভয় ভীতি দেখায় বলে ছাত্রীরা অভিযোগ করেন। এ নিয়ে এলাকায় ঘটনাটি জানা জানি হলে ছাত্রীদের অভিভাবক প্রতিবাদ করেন কিন্তু এর কোন প্রতিকার না পেলে মাদ্রাসার ছাত্রীরা সম্প্রতি কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার ও মাধ্যামিক শিক্ষা অফিসারের বরাবরের অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আরো জানা যায়, মাদ্রাসার দশম শ্রেনীর এক ছাত্রীর সাথে শ্রেনী কক্ষে দরজা বন্ধ করে অশালীন আচরণ করেন এ সময় মাদ্রাসার অন্যন্য ছাত্রীরা তিব্র প্রতিবাদ জানান পরে মাদ্রাসা সুপার ছাত্রীদের দেখে নেয়ার হুমকি দিলে ছাত্রী ক্লাস বর্জন করে প্রতিবাদ করে। মাদ্রাসার সভাপতি ওয়াজ উদ্দিন মোল্লাহ জানান,প্রশাসনের নিদের্শে গভনিং বডি সভা আহবান করে সুপারকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

(এসকেডি/এএস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test