E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ‘জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এই দাবিতে মানববন্ধন

২০১৬ অক্টোবর ২৭ ১৬:৪১:৩৯
মাদারীপুরে ‘জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এই দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : ‘জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এই দাবিতে বৃহস্পতিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)  মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আসন্ন কপ-২২ মারাকেশ সম্মেলনে প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ এবং ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবীতে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের লেকের পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন উপ-কমিটির আহবায়ক রাজন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, ব্রাকের সমন্বয়কারী ফজলুল হক প্রমুখ।

এসময় সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন উপ-কমিটির আহবায়ক রাজন মাহমুদ বলেন, উপকূলীয় বন্যা, তীর ভাঙন এবং কৃষিতে বিপর্যয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২.৭ কোটিসহ বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি মানুষ পরিবেশ শরণার্থী হওয়ার আশংকা রয়েছে। আসন্ন ৭-১৮ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকেশ সম্মেলনে চুক্তির পক্ষ রাষ্ট্রসমূহের প্রথম সভায় (সিএমএ১) প্যারিস চুক্তি বাস্তবায়নের পথনকশা প্রণয়নে আলোচনা শুরু হবে। তাই আমরা ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে জলবায়ু অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ। এসময় তিনি সকলকে দাবীর প্রতি একত্রতা প্রকাশের আহ্বান জানান।

(এএসএ/এএস/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test