E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ৩বছর পূর্বেই পরিত্যাক্ত

২০১৬ নভেম্বর ১৫ ১৬:২১:২৪
বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ৩বছর পূর্বেই পরিত্যাক্ত

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ৩বছর আগেই পরিত্যাক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মিত না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা পরিত্যক্ত ভবন ধসের আতঙ্কে শ্রেনি কক্ষে ক্লাস করতে পারছে না। ফলে বাধ্য হয়েই শিক্ষকরা খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টির মধ্যে গত এক মাস ধরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এতে করে শিক্ষার্থীদের চরম দুভোর্গের পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় লোকজনের অভিযোগ ভবন নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যাবহারের কারণে বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে যে কোনো সময় ভবন ধসে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলার গৌরীপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৪/৯৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) তত্বাবধানে তিনটি পাঠদান কক্ষ ও একটি অফিস কক্ষ নির্মাণ করা হয়।

বিদ্যালয়টিতে প্রথম শ্রেণিতে ৪১ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৮ জন, তৃতিয় শ্রেণিতে ২৬ জন, চতুর্থ শ্রেণিতে ২৫ জন ও পঞ্চম শ্রেণিতে ২১ জন শিক্ষার্থী রয়েছে। এদের বিপরীতে শিক্ষক রয়েছে ৫জন। শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে সর্বপ্রথম বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা দেয় এরপর থেকে বিভিন্ন সময় ভবনের চারটি কক্ষের ছাদ সহ দেয়ালের পলেস্তার খসে পড়া, ভিম সহ একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ভবন ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২০১৩সালে রানা প্লাজা ট্রেজেডির পর সারাদেশে ঝুকিপূর্ণ ভবন চিহ্নিত করা হলে তৎকালীন সময়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুকিপূর্ণ ও পরিত্যাক্ত ঘোষণা করে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় সে থেকেই ঝুকি নিয়েই বিদ্যালয় ভবনটিতে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে কতৃপক্ষ।

সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের সামনের মাঠে খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে বেঞ্চ- টেবিল রাখা আছে। সেখানেই বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও খোলা আকাশের নিচে চেয়ার- টেবিল রেখে দাপ্তরিক কাজ করছেন।

বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কতৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে শিক্ষার্থীদের পাঠাদান করানো হচ্ছে। এ অবস্থায় আকাশে মেঘ জমলেই শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে যায়। তিনি আরো বলেন, ভবন সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তবে এখনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, ইতিমধ্যে বিদ্যালয়ে ভবনটিকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবনের জন্য অচিরেই উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হবে।

(এসআইএম/এএস/নভেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test