E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ডুবো চরে আটকা পড়েছে লবন বোঝাই বিদেশী জাহাজ

২০১৬ নভেম্বর ১৭ ২০:৩০:৩৪
ডুবো চরে আটকা পড়েছে লবন বোঝাই বিদেশী জাহাজ

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবো চরে আটকে পড়া লবণ বোঝাই বিদেশী এম,ভি তানভিন জাহাজকে দু’দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সাহায্য চাওয়ার পর মংলা বন্দর কর্তৃপক্ষের পাইলট ঘটনাস্থলে পৌঁছে ডুবো চর থেকে ওই জাহাজটি এখন সরিয়ে নিতে পারেনি। বর্তমানে বিদেশী ওই জাহাজটি ডুবো চরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বন্দর চ্যানেল দিয়ে সকল ধরণের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে আগমন-নিগর্মন করছে বলেও জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

এদিকে জাহাজটি দ্রুত ডুবো চর থেকে সরিয়ে নেয়ার জন্য লাইটার (নৌযান) যোগে লবণ খালাসের উদ্যোগ নেয়া হয়েছে। লবণ খালাস করা শুরু হলে বিপদমুক্ত এবং নিরাপদে জাহাজটি ডুবোচর থেকে নামানো সম্ভব হবে বলে আশা করছে মংলা বন্দর কতৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ বলেন, ‘এমভি তানভিন’ নামের এ জাহাজটি প্রায় ১৮ হাজার ৭শ’ মেট্টিক টন লবণ নিয়ে ভারতের কানলা বন্দর থেকে গত মঙ্গলবার মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করছিল। পরে বন্দরের নির্দেশনা পেয়ে বুধবার ভোরে পশুর চ্যানেলে প্রবেশকালে মাস্টার (চালক) ভুলবশত নৌপথ হারিয়ে জাহাজটি ডুবোচরে উঠিয়ে দেয়। ফেয়ারওয়ের ১৩ ও ১৪ নম্বর বয়া এলাকার মাঝামাঝি স্থানের ডুবো চরে জাহাজের বর্তমান অবস্থান রয়েছে।

তিনি আরও জানান, সমুদ্র পথে আগমন-নিগর্মনের চ্যানেল থেকে লবণ বোঝাই জাহাজটি প্রায় এক কিলোমিটার বাইরে রয়েছে। আর মূল চ্যানেল দিয়ে জাহাজ যাতায়াতে কোন সমস্যা নেই।
বিদেশী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্সের ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি তানভিন’ নামের এ জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এ জন্য শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ‘ষ্টিভিডরস ‘মেসার্স গ্রীন এন্টারপাইজ’কে কার্যাদেশসহ লবণ খালাসের অনুমতি দেয়া হয়েছে।

ষ্টিভিডরস কোম্পানির স্থানীয় প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবো চরে আটকে পড়া জাহাজের লবণ খালাসের শ্রমিক নিয়োগ করা হয়েছে। রাতে কয়েকটি লাইটার ঘটনাস্থলে গিয়ে পুরোদমে খালাস প্রক্রিয়া শুরু করবে। জাহাজটিতে মাস্টারসহ ২২ জন বিদেশী নাবিক রয়েছে বলে জানা গেছে। তারা সবাই নিরাপদে রয়েছেন। ডুবো চরে আটকে থাকা জাহাজ ও নাবিকদের নিয়মিত খোজ খবর রাখছেন বলে জানিয়েছেন মংলা বন্দর কতৃপক্ষ।





(এসএকে/এএস/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test