E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে উন্মুক্ত জলাশয়ে মাসব্যাপী মাছ আহরণ শুরু

২০১৬ নভেম্বর ১৯ ১৫:২৪:২৮
বাগেরহাটে উন্মুক্ত জলাশয়ে মাসব্যাপী মাছ আহরণ শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে উন্মুক্ত জলাশয় থেকে মাসব্যাপী মৎস্য আহরণ শুরু হয়েছে। শনিবার সকালে ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের গোদাড়াসহ বিভিন্ন জলাশয় থেকে মৎস্যজীবিরা আনুষ্ঠানিকভাবে রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরন শুরু করে।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইফতেখারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, সুভদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইফতেখারুল আলম বলেন, গত জুন মাসে সরকারীভাবে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জলাশয়ের আশপাশের এলাকাবাসী ও নিবন্ধিত মৎস্যজীবিরা উপকারভোগী হিসাবে ৪ মাস পরে এই মাছ আহরন করছে। যার ফলে মৎস্যজীবিরা মাছ আহরণ করে নিজেদের আমিষের চাহিদা পুরন করবেন অন্যদিকে মাছ বিক্রি করে লাভবান হবেন। এক মাসব্যাপী উৎসবমুখর পরিবেশে মাছ আহরন করতে পারবে।

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস বলেন, সরকারী রেকর্ডীয় খাল ও জলাশয়গুলো এক শ্রেনীর প্রভাবশালীদের দখলে যাচ্ছে এমন সময় সরকার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার ফলে খাল দখলমুক্ত হয়েছে। পাশাপাশি জেলেরাও মাছ আহরণ করে লাভবান হচ্ছে।

ফকিরহাট উপজেলার ১২ টি উন্মুক্ত জলাশয় থেকে প্রায় ৫ সহাস্রাধিক উপকারভোগী ও জেলেরা মাছ আহরন করতে পারবে।

(একে/এএস/নভেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test