E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চির নিদ্রায় শায়িত শাকিল, শোকে কাতর ময়মনবাসী

২০১৬ ডিসেম্বর ০৮ ১৪:৫১:৪২
চির নিদ্রায় শায়িত শাকিল, শোকে কাতর ময়মনবাসী

মোস্তাফিজ নোমান : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সাবেক ছাত্রলীগ নেতা ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার বড় ছেলে কবি মাহবুবুল হক শাকিলের দাফন সম্পন্ন হয়েছে । তার মৃত্যুতে যেন অস্বাভাবিক এক শূন্যতা গ্রাস করেছে ময়মনসিংহবাসীর হৃদয়ে। প্রিয়জন হারানোর বেদনায় অশ্রুসজল হয়ে পড়েছে লাখো মানুষের চোখ।

বড়ছেলে শাকিলকে চিরদিনের জন্য বিদায় দিতে গিয়ে অঝোর কান্নায় ভেঙে পড়েন বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও মাতা স্কুল শিক্ষিকা। তার কান্না স্পর্শ করে কাছের মানুষ থেকে দূরের মানুষকেও।

বুধবার সন্ধ্যায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শাকিলের দ্বিতীয় নামাজে জানাজার সময় নিজের সন্তানের টুকরো টুকরো স্মৃতি তুলে ধরে আহাজারি করছিলেন ময়মনসিংহ আওয়ামী লীগের এ বর্ষীয়ান রাজনীতিক।

‘প্রতিটি মানুষ চায় নিজে মারা গেলে তার সন্তান কাঁধে লাশ নেবে। জানাজা পড়বে। কিন্তু আমার বেলায় ব্যতিক্রম হয়েছে। আমার সন্তানের লাশ আমার কাঁধে নিতে হবে। এটা যে কী দুঃসহ যন্ত্রণার ভারী বোঝা তা বলে বোঝানো যায় না’ শোকাতুর কণ্ঠে এমন বেদনার্ত উচ্চারণ অ্যাডভোকেট জহিরুল হক খোকার।

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শাকিলের দ্বিতীয় নামাজে জানাজায় হাজার হাজার মানুষ শরিক হন। শোকার্ত মানুষের ভিড়ে সেখানে সৃষ্টি হয় জনারণ্যের। সব পেশা সবমানুষ তাদের প্রিয় মুখকে বিদায় জানাতে এস অশ্রুসজল হয়ে পরে। পুরো ইদগাহ মাঠ যেন চোখের পানিতে ভেসে যাবে।

সেখানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দিন সিরাজ, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, আশরাফুল আলম খোকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক উহাব আকন্দ, এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল মতিন সরকার, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু,ত্রিশাল উপজেলা যুবলীগ সভঅপতি জুয়েল সরকার।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে সড়ক পথে বিশেষ এম্বুলেন্সে করে ঢাকা থেকে শহরের বাঘমারা রোডস্থ নিজস্ব বাসায় এসে পৌঁছে কবি মাহবুবুল হক শাকিলের মরদেহ। এ সময় এক হ্রদয় বিদারক দৃশ্যে এরপর বিকেল ৪ টার দিকে তার মরদেহ নগরীর টাউন হল এলাকার ভাষা শহীদ শামসুল হক মঞ্চের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শোক-শ্রদ্ধা জানান রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নগরীর ভাটিকাশর গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোঁরায় মাহবুবুল হক শাকিলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

(এমএন/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test