E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় মানবাধিকার লংঘিত হয়েছে

২০১৬ ডিসেম্বর ১২ ১৮:৪৪:৫৮
গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় মানবাধিকার লংঘিত হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন- নিজেদের অধিকার রক্ষা করতে গিয়ে সাঁওতালদের ওপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় মানবাধিকার লংঘিত হয়েছে। যা অন্যায় ও ন্যাক্কারজনক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার সকাল ১১টার দিকে রংপুর চিনিকরের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ ঘটনার তদন্ত ও পরিদর্শন করতে এসে মাদারপুর গির্জার সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন সাঁওতালদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনায় সরেজমিন তদন্ত করে আলমত সংগ্রহ করা হয়েছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সরকার ও আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটি ককাসের নিকট উপস্থাপন করা হবে।

১০ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন পরিচালক (তদন্ত ও অভিযোগ) শরিফ উদ্দিন, উপ-পরিচালক মোঃ আশিক, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস কমিটির আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, টিপু সুলতান এমপি. অধ্যাপক মেজবাহ কামাল, একেএম ফজলুল হক ও ইউএনডিপি,ও চিফ টেকনেশিয়ান শর্মিলা রাসুল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাসলিমা নাসরিন, কমিউনিটি এ্যান্ড মাইনেটর এক্সপার্ট শংকর পাল।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা গোবিন্দগঞ্জের ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী মাদারপুর ও জয়পুরপাড়া ঘুড়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সাথে কথা বলেন। এ ছাড়া প্রতিনিধি দলটি গণশুনানীতে ক্ষতিগ্রস্ত ৫জন পুরুষ সাঁওতাল ও ৫ জন নারী সাঁওতালদের কাছ থেকে ঘটনার বর্ননা ও সাক্ষ্য গ্রহণ করেন।

এদিকে প্রতিনিধি দলের আগমন উপলক্ষে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী মাদারপুর ও জয়পুরপাড়ায় শত শত সাঁওতাল নারী-পুরষ তীরধনুক, লাঠি নিয়ে বাপ-দাদার জমি ফেরত ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

(এসআরডি/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test