E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

২০১৬ ডিসেম্বর ২৯ ১৭:৩৩:৪৭
গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ২৪তম জেলা সম্মেলন বৃহস্পতিবার স্থানীয় স্বাধীনতার বিজয় স্তম্ভে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম।

জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রনজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি, এম জিলানী শুভ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি এ্যালমিনা মনি, কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আহমেদ রিয়াদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মশিউর বিশ্বাস, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তপন দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার প্রমুখ।

বক্তারা বলেন,বাংলাদেশের শিক্ষা আন্দোলনসহ সকল রাজনৈতিক আন্দোলন তথা মুক্তিযুদ্ধ,স্বৈরাচার বিরোধী,সাম্প্রদায়িকতা বিরোধী সকল আন্দোলনের ইতিহাসের সাথে মিশে থাকা ছাত্র ইউনিয়ন তার অতীত ইতিহাসকে ধারন করে এগিয়ে চলছে।

বক্তারা বলেন, দেশে যে অসম অবৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি চলছে তার বিরুদ্ধে আগামি দিনে সকল ছাত্রকে ঐক্যবদ্ধ করে বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতির দাবিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। এর আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের শিল্পীরা গণসংগীত পরিবেশন করে। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে এসে শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় পাবলিব লাইব্রেরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন চলছিল।

(এসকেএম/এএস/ডিসেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test