E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে মহিলা মাদরাসায় খাবার খেয়ে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

২০১৭ জানুয়ারি ১২ ২১:০৮:৩০
নড়াইলে মহিলা মাদরাসায় খাবার খেয়ে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

নড়াইল প্রতিনিধি :নড়াইলের ভাদুলীডাঙ্গায় মা ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসায় খাবার খেয়ে নয় শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদেরকে নড়াইল সদর হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ছাত্রীরা জানায়, সকাল ৯টার দিকে খিচুড়ি খাওয়ার পর দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হলো-দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শোভা ও হাসি, তৃতীয় শ্রেণির তৃষা, সুরাইয়া, ঋতু, ফাতেমা ও সুমাইয়া এবং পঞ্চম শ্রেণির দিয়া ও সোমা।

মাদরাসার পরিচালক শরিফুল আকবার জানান, বুধবার রাতে ভাদুলীডাঙ্গার পাশে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে খিচুড়ি রান্না হয়। সেই খাবার তাদের মাদরাসাও সরবরাহ করা হয়। ওয়াজ মাহফিলের সেই খিচুড়ি বৃহস্পতিবার সকালে মাদরাসা শিক্ষক নাহার বেগম ও আসমা খাতুনসহ ২৫ জন শিক্ষার্থী খায়। সকাল ৯টায় খাবার খাওয়ার পর দুপুরে নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমিসহ পাতলা পায়খানা শুরু হয়। তবে, দুই শিক্ষকসহ অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়নি। এরা সবাই মা ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার আবাসিক শিক্ষার্থী। এ মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

নড়াইল সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ পথিক বিশ্বাস জানান, খাদ্যে বিষক্রিয়া শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।


(টিএআর/এস/জানুয়ারি ১২, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test