E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহনের প্রতিজ্ঞা করলেন ঈশ্বরদী থানা পুলিশ

২০১৭ জানুয়ারি ২০ ১৮:০৮:২০
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহনের প্রতিজ্ঞা করলেন ঈশ্বরদী থানা পুলিশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহনের প্রতিজ্ঞা করলেন ঈশ্বরদী থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী আমবাগানে পুলিশ ফাঁড়ির সামনের মাঠে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির জনতার সামনে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে  প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহব্বান জানালে ঈশ্বরদী থানার ওসিসহ সকল পুলিশ একযোগে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন।

সমাবেশে জিহাদুল কবির বলেন, ‘পুলিশের যারা ভাল কাজ করবে, তারাই ঈশ্বরদী থানায় থাকবে। আর যারা খারাপ কাজের সাথে যুক্ত থাকবে তারা ঈশ্বরদী থানায় থাকতে পারবে না।’

অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জহুরুল হক, সহকারী কমিশনার ভূমি শিমূল আক্তার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, মূলাডুলির চেয়ারম্যান সেলিম মালিথা, পাকশীর চেয়ারম্যান এনামূল হক বিশ্বাস, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার,সাহাপুরের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ। পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মজিদের সঞ্চালনায় পুলিশ সুপার জিহাদুল কবির আরো বলেন, কোন আসামী একবার থানায় ঢুকলে কোর্ট ছাড়া থানা থেকে কোন আসামী ছাড়া পাবে না।

পুলিশের কাজে যতটুকু স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে অন্য কোন প্রতিষ্ঠানে তা নেই। কমিউনিটি পুলিশের মাধ্যমে মাদক নির্মূলের আহব্বান জানিয়ে পুলিশ সুপার এসময় উপস্থিত জনতার সামনে ঈশ্বরদীর সকল পুলিশ কর্মকর্তাকে মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবুল হাসেম, আমিনুল রহমান, কামাল আশরাফী, মানবাধিকার নেতা সাদেক আলী বিশ্বাস, আবুল কাশেম, দেলোয়ার হোসেন বাকী, আলমগীর প্রমুখ।

এর আগে ঈশ্বরদী থানায় আবাসিক হোটেলের মালিক, মেস মালিক এবং শিল্প ও বণিক সমিতির সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন। এসময় শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ইউনুছ আলী মিন্টু, সদস্য কেএম আবুল বাসারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি আবাসিক হোটেলে এবং বাজারে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার নির্দেশ দেন।

(এসকেকে/এএস/জানুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test