E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলবায়ু পরিবর্তনে আদি চাষাবাদে কিভাবে খাপ খাওয়ানো যায় তার উপর কর্মশালা

২০১৭ জানুয়ারি ২৩ ১৮:১২:২০
জলবায়ু পরিবর্তনে আদি চাষাবাদে কিভাবে খাপ খাওয়ানো যায় তার উপর কর্মশালা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)‘র খাদ্য নিরাপত্তা সুশাসন প্রকল্প এর আয়োজনে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহনে জলবাযু পরিবর্তনের সাথে আদি চাষাবাদগুলো কিভাবে খাপ খাওয়ানো যায় তার উপর তিনদিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করা হয় রবিবার।

বিরিশিরি ওয়াই ডব্লিউ সি এর হলরুমে ডিএসকের খাদ্য নিরাপত্তা সুশাসন প্রকল্প এর ফিল্ড কো-অর্ডিনেটর সারোয়ার জাহান এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, সেন্টার ফর সাইন্স এন্ড এনভাইরনমেন্ট(সিএসই) ভারত এর প্রোগ্রাম অফিসার মিঃ বিনেট কুমার, ড্যান চার্চ এইড্ কাঠমুন্ডু নেপাল এর আঞ্চলিক প্রোগ্রাম অফিসার মিঃ রাজেন্দ্র কানেল, ড্যান চার্চ এইড্ বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আঃ রহমান, সাংবাদিক ধ্রুবসরকার, মোঃজাফরউল্লাহ্, মোঃ ফকরুল আলম খসরু, দুর্গাপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, কলমাকান্দা উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ত্রিশোলী রাংসা, বারসিক জেলা সমন্বয়কারী ওহিদুর রহমান, আরডিআরএস এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মাহফুজ আলম, সিএম মোর্শেদ আলম প্রমুখ।

(এনএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test