E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে এসএসসি পরিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা

২০১৭ জানুয়ারি ২৬ ১৮:১০:১৪
ত্রিশালে এসএসসি পরিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাবার সাথে শত্রুতার জের ধরে এসএসসি পরিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর আগেও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মো: সারুয়ার হোসেন (১৫) ব্যবহারিক পরীক্ষা ও প্রবেশ পত্র আনার জন্য স্কুলে যায়। স্কুল মাঠে প্রবেশ করা মাত্রই স্থানীয় সেলিম মোল্লার বড় ছেলে মামুন(২২), ছোট ছেলে রনি(১৬), ফরহাদ(১৮), মাসুদ(১৯), জাহিদসহ (১৮) ১০/১২জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। সারুয়ারকে বেধরম মারধরসহ গায়ের কাপড়চোপড় টেনে ছিড়ে ফেলে। এসএসসি পরিক্ষার্থী সারুয়ার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর ছেলে। দীর্ঘদিন যাবত আব্দুল বারীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা করে আসছিলো একই ইউনিয়নের মোল্লাবাড়ীর লোকজন। আর এই শত্রুতার জের ধরে স্কুলে শিক্ষকদের সামনে সারুয়ারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরীক্ষা দেয়া হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করছে সারুয়ার ও তার পরিবার।

ভুক্তভোগী সারুয়ার বলেন, ‘আমি স্কুলে যাওয়ার সাথে সাথেই মামুন, রনি, ফরহাদসহ আরো কয়েকজন আমার উপর হামলা চালায়। সামনে আমার এসএসসি পরিক্ষা। তারা আমাকে পরীক্ষার হলে যেতে দিবেনা ও আমাকে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে গেছে।’

এর আগে স্কুলে যাওয়া-আসার পথে সন্ত্রাসীরা প্রায়ই সারুয়ারকে মারধর করত। একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তার ছোট বোনকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিত মামুন ও তার সহযোগীরা। ভয়ে দীর্ঘদিন যাবত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলো সারুয়ার ও তার ছোট বোন। ব্যবহারিক পরিক্ষা থাকায় গতকাল সকালে স্কুলের ইংরেজী শিক্ষক মো: কামরুজ্জামান কামালের সাথে যোগাযোগ করে সারুয়ার স্কুলে গিয়েছিলো।

পরিবারের সদস্যরা জানান, ‘মামুন, রনি, ফরহাদ, জাহিদরা প্রায় সময়ে সারুয়ারকে মারধর করত। সারুয়ারকে গুম করে ফেলবে ও মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছে। ছেলে-মেয়েরা সন্ত্রাসীদের অত্যাচারে মানসিকভাবে ভেঙ্গে পড়ছে।

সংশিষ্ট স্কুলের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন বাচ্চু বলেন, ‘এসএসএসি পরীক্ষার্থী সারোয়ার স্কুলে প্রবেশ পত্র নিতে আসলে পূর্ব শত্রুতায় জেরে স্কুল মাঠে সারোয়ারের সাথে মামুনসহ কয়েকজনের বাকবিতন্ডা ও পরে হাতাহাতি হয়। এসময় কয়েকজন শিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। পরে বহিরাগতদের স্কুল থেকে বের করে দেওয়া হয়।’

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।’

(এমএন/এএস/জানুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test