E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াল নদীতে কাঠের সেতু উদ্বোধন

২০১৭ জানুয়ারি ৩০ ১৫:৫৮:৩৮
বড়াল নদীতে কাঠের সেতু উদ্বোধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট ও পার্শ্ববর্তী বিলচলন ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত মৃত প্রায় বড়াল নদীর উপরে নব নির্মিত কাঠের সেতু রবিবার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন সেতুর উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলচলন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন। এ সময় উপস্থিত ও বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, ভাইস চেয়ারম্যান নূরুল করিম আরজ খাঁন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ময়েজ, পৌর আ’লীগ সভাপতি ও প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, আ’লীগ নেতা মাহবুব এলাহী বিশু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বিদ্যুৎ, , সাংবাদিক রকিবুর রহমান টুকুন, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, মকবুল হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন, সাবেক কাউন্সিলর আকতার হোসেন, কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান মোন্নাফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, দশ ফিট চওড়া ও ৯০ ফিট দৈর্ঘ্যরে কাঁঠের এ সেতুটি র্নির্মাণে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় হয়েছে। এমপি, ইউএনও, পৌর মেয়র দেড় লাখ টাকা বরাদ্দ দিয়েছিলো। এলাকাবাসী ও খেয়াঘাটের ব্যবসায়ীরা প্রায় তিন লাখ টাকার সংগ্রহ করে সেতুটি নির্মাণ করেছেন।

উল্লেখ্য, বড়াল নদী চালু করতে নানা আন্দোলন সংগ্রাম ও মামলার পর আদালত বাঁধ অপসারণের নির্দেশ দেন। এছাড়া বেশ কয়েকটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে পার্শ্ববর্তী বোঁথড় খেয়াঘাটে ব্রিজ নির্মাণ শুরু হয়েছে। বাঁধ কেটে দেবার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্দের উপক্রম হবার পর ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবির মুখে অস্থায়ীভাবে কাঠের সেতু নির্মাণ হলো।

(এসএইচএম/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test