E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে টেকসই উন্নয়নে সর্বসম্মত সুপারিশ

২০১৭ ফেব্রুয়ারি ১১ ১৮:৩০:২০
বাগেরহাটে টেকসই উন্নয়নে সর্বসম্মত সুপারিশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৈষম্যের শিকার জেলাগুলোর নাগরিক প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় উপকূলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনভর বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে উপকূলীয় সম্মেললে বক্তারা, উপকূলীয় জেলাগুলোতে তিব্র লবনাক্ততা, খারাব পানি সংকট, প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়-জলোচ্ছাস, অপ্রতুল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সুন্দরবন, হতদরিদ্র ও জেলেদের সমস্যার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচলা করা হয়।

সম্মেলন শেষে উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৈষম্যের শিকার এই অঞ্চলে টেকসই উন্নয়নে সরকারের কাছে পেশ করতে সর্বসম্মত ভাবে একটি সুপারিশমালা তৈরি করা হয়।

বাগেরহাট সদরের ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলন অন্যান্যের মধ্যে, উপকূলীয় উন্নয়ন ফোরামের সমন্বয়কারী মইনুল আহসান মুন্না, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমান, রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট মুক্তযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ আব্দুল জলিল, উদায়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান মিলনসহ ১১টি জেলার নাগরিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

দ্বিতীয় উপকূলীয় সম্মেলনে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর ও গোপালগঞ্জের নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

(একে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test