E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে ঘুষের বিনিময়ে পাচ্ছে মুক্তিযোদ্ধার সনদ !

 

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৫:২১:৫৮
ঠাকুরগাঁওয়ে ঘুষের বিনিময়ে পাচ্ছে মুক্তিযোদ্ধার সনদ !
 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানার আখানগর ইউনিয়নে মধ্যঝাড়গাঁও গ্রামের মোবারক আলী নামে এক ব্যক্তি মোটা অংকের ঘুষ দিয়ে মুক্তিযোদ্ধা সনদ পত্র নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে আখানগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তিন জন মুক্তিযোদ্ধা ঠিক করে মোবারকের পক্ষে মিথ্যা স্বাক্ষী দিয়ে তাকে মুক্তিযোদ্ধা সনদ প্রদান করেন। এ তিনজন মুক্তিযোদ্ধা হলো আনিসুল হক, তসলিম উদ্দীন ও কফিল উদ্দীন।

আখানগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বলেন, আমরা থুকরাবাড়ি ক্যাম্পে ছিলাম। আমাদের ট্রেনিং হয়েছিল শিলিগুরিতে। কিন্তু মোবারক আলী ঐসময় সেখানে ছিল না এমনকি তার নামও কেউ জানে না। তার পরেও তিনি মুক্তিযোদ্ধা সনদ কিভাবে পেলেন আমার বোধগম্য নয়?

ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মন্টু দাস বলেন, মিথ্যা স্বাক্ষী দিয়ে তাকে সনদ পত্র প্রদান করা হয়েছে। কারণ তিনি কোন মতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার কাজে জড়িত ছিল না। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যারা মিথ্যা স্বাক্ষী দিয়েছে তাদেরও ভাতা বন্ধ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






(এফআইআর/এস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test