E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিটি নির্বাচন: কুমিল্লায় ব্যানার পোস্টার অপসারণের নির্দেশ

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১০:২৫:০৬
সিটি নির্বাচন: কুমিল্লায় ব্যানার পোস্টার অপসারণের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি: আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ২৪ ফেব্রুয়ারির  মধ্যে শহরের সব ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

২০ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার পর বুধবার ছিল প্রথম কর্মদিবস। বুধবার বিকাল পর্যন্ত কোনও প্রার্থী মনোনয়ন কেনেননি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশনে এবার ভোটার ও কেন্দ্র বেড়েছে। ২০১২ সালে সিটি নির্বাচনের সময় কুমিল্লা নগরীর ২৭ ওয়ার্ডের ভোটার ছিল এক লাখ ৬৯ হাজার ২৭৯ জন। এবার তা দুই লাখ ৭ হাজার ৩৮৪ জন। তার মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৩২৯ জন, নারী এক লাখ পাঁচ হাজার ৫৫ জন।

আগে কেন্দ্র সংখ্যা ছিল ৬৫টি, এবার তা ১০৩টি। তবে ভোটার ও কেন্দ্র আরও কিছু বাড়তে পারে বলেও রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

এবারের নির্বাচনে মেয়রের জামানত হবে ২০ হাজার, কাউন্সিলরের ভোটার (সংশ্লিষ্ট ওয়ার্ডে) ১৫ হাজারের নিচে হলে জামানত হবে ১০ হাজার টাকা। ওপরে হলে ২০ হাজার। সংরক্ষিত ওয়ার্ডে জামানত ১০ হাজার। এদিকে আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌঁড়-ঝাপ শুরু করেছেন বলেও জানা যায়।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। ইতোমধ্যে জেলা তথ্য অফিসকে চিঠি দিয়েছি। তারা বিলবোর্ড-পোস্টার নামানোর জন্য প্রচার করবে। ২৪ ফেব্রুয়ারির পর সম্ভাব্য কোনও প্রার্থীর বিলবোর্ড-পোস্টার, ব্যানার থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test