E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় পুলিশের উপর হামলা : আটক ১৪

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১২:৫৩:৫৬
নেত্রকোনায় পুলিশের উপর হামলা : আটক ১৪

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রদলের সমাবেশে পুলিশের উপর হামলায় এসআই, এএসআই ও কনস্টেবল মিলে ১৩ জন আহত হন। ছাত্রদলের দাবি, পুলিশ তাদের লাঠিপেটা করেছে।

ওসি বলেন, আটকদের মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ রয়েছেন। হামলায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলায় আহতদের প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই কয়েকজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোস্তাফিজুর রহমান জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, এসআই আল আমিন, কনস্টেবল আবুল খায়ের, জাকির হোসেন ও আব্দুল কদ্দুছকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test