E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে স্টুডেন্ট প্রতিনিধি নির্বাচন

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৪:৫৩:৫০
মদনে স্টুডেন্ট প্রতিনিধি নির্বাচন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে সোমবার নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট প্রতিনিধি নির্বাচন সম্পূর্ণ হয়। নির্বাচনে ৭টি পদে ১৩ জন শিক্ষার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১শ ৫৮জন শিক্ষার্থী ভোটারের মধ্যে ১শ ৪৭ জন ভোট প্রদান করেন।

শিক্ষক কর্তৃক নির্বাচিত ক্ষুদে শিক্ষার্থীরা নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। সহকারী শিক্ষক এএম শাহ আতিকুর রহমান নির্বাচন পরিচালনার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোবারক হোসেন, সুমাইয়া আক্তার, আমির হামজা পিএল, সাইফুজ্জামান জয়, লাবন্য আক্তার, আশিক মিয়া, মাফিয়া আক্তার প্রমি প্রতিনিধি বিজয়ী হন।

এসএমসি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার উদ্দিন জানান, এ ধরনের নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিসহ অভিভাবক মহলে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রধান শিক্ষক তাহেরা আক্তার খাতুন জানান, এ নির্বাচনে অভিভাবক মহলে সচেতনতা বৃদ্ধির ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি পাবে এবং ঝরে পড়া শিক্ষার্থী রোধ হবে পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধিত হবে।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test